Subscribe Us

আজ বসন্ত!
🤡ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত🌱!🤡

🤡 আজ পহেলা ফাল্গুন।🤡
ঋতুরাজ বসন্তের প্রথম দিন।প্রকৃতি আজ দখিণা দুয়ার খুলে দিয়েছ।সে দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। প্রকৃতি মননে আজ নবজাগরণের দিন।ফাগুনের আগুন নিয়ে ঋতু-পরিক্রমায় বাংলার জীবন রাঙাতে প্রকৃতিতে ফিরে এসেছে এই বসন্ত।শীতের রিক্ততা ও শুস্কতার খোলসে থাকা বন-বনানী বসন্তের আলৌকিক স্পর্শে জেগে উঠেছে। পলাশ, শিমুল গাছে লেগেছে আগুন রঙের খেলা।মাতাল দখিনা হাওয়া,মৌমাছিদের গুঞ্জরণ,গাছের কচিপাতা আর কোকিলের কুহুতানে প্রকৃতিতে চলেছে মধুর বসন্তের সাজ সাজ রব।বসন্ত মানেই নতুন প্রাণের কলরব।

Presented by technicalsujon.blogsport.com

Post a Comment

Most Recent

Comments