Subscribe Us


সেহরি ও ইফতারের সময়সূচি-২০১৯ এই ক্যালেন্ডারটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন:👈

♦সংযমের মাস রমজান। বছরঘুরে আবারো চলে এলো মুসলিম জাতির জন্য অত্যন্ত পবিত্র এবং সৌভাগ্যের এই মাসটি। ইসলামি বর্ষপঞ্জি অনুসারে ৯ম মাসকে পবিত্র রমজানের মাস হিসেবে পালন করে থাকে গোটা মুসলিম বিশ্ব। ইসলামের ৫টি স্তম্ভের মাঝে সাওম বা রোজা পালন ৩য়। মহিমান্বিত এই মাসে নাযিল হয়েছে মুসলিমদের ধর্মগ্রন্থ ‘কুরআন’।
♦মহান ত্যাগ ও তিতিক্ষার মাস, অসহায় দরিদ্র ও অভাবগ্রস্তদের মানসিক ব্যথা অনুধাবন করার মাস, ধৈর্য ও সংযমের মাস হল রমজান। ১৪৪০ হিজরী মাসের অর্থাৎ ইংরেজি ২০১৯ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। প্রকাশিত উক্ত সময়সূচি অনুযায়ি, ০৭ মে থেকে শুরু হবে রোজা। তবে প্রথম রোজার তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশিত সেহরি ও ইফতারের সময়সূচী ২০১৯ অনুযায়ি, ১ম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৪ মিনিট।

Post a Comment

Most Recent

Comments